শ্রীনগরের বাড়ৈগাঁওয়ে ৪ যুগেও নির্মাণ হয়নি রাস্তা!

0
93
র্দীঘ ৪ যুগেও বাড়ৈগাঁও বেলা রাস্তাটি নির্মাণ করা সম্ভব হয়নি

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ বাড়ৈগাঁও শেখ পাড়ায় প্রায় ১ হাজার ফুটের একটি রাস্তা দীর্ঘ ৪ যুগেও নির্মাণ করা সম্ভব হয়নি! স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতা ও গাফলতির কারণেই রাস্তার অভাবে যাতায়াতে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। এমনটাই অভিযোগ করেন ভূক্তভোগীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দক্ষিণ বাড়ৈগাঁও গ্রামে শেখ বাড়িসহ প্রায় শতাধিক পরিবারের বসবাস এখানে।

বসবাসকারীদের চলাচলের ভরাসা একমাত্র বেহাল রাস্তাটির (নিচু হালট) বিভিন্ন অংশে এখনও বর্ষার পানি থাকতে দেখা গেছে। কৃষি জমি থেকে সামান্য উঁচু কাঁচা হালট রাস্তাটি মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া ওই রাস্তার শেখ বাড়ির সামনে একটি রেকর্ডকৃত খালের ওপরে এলাকাবাসীর অর্থায়নে পারাপারের জন্য একটি কাঠের পোল নির্মাণ করা হচ্ছে। দেখা গেছে, গুরুত্বপূর্ণ রাস্তাটির পশ্চিম দিকে বাড়ৈগাঁও ইসলামীয়া স্কুল এন্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়ৈগাঁও বাজারসহ বিভিন্ন সরকারি বেসকারী প্রতিষ্ঠান রয়েছে। অপরদিকে শেখ বাড়ির সামান্য পূর্ব দিকে গিয়ে রাস্তাটি দুই ভাগে বিভক্ত হয়ে অথাৎ সামন্য দক্ষিণ দিকে একই ইউনিয়নের শ্রীনগর-তন্তর পাকা সড়ক ও উত্তর দিকে শ্রীনগর-কল্লিগাঁও পাকা সড়কের সাথে সংযোগ হয়েছে। এতে করে দৈনন্দিন যাতায়াতে এলাকাবাসী হেঁটেই বেহাল রাস্তায় কাঁদা ও পানি উপক্ষো করে চলাফেরা করছেন।

দক্ষিণ বাড়ৈগাঁও গ্রামের বাসিন্দা প্রবাসী সুমন শেখ (৩৮), জসিম দেওয়ান (৩৫), মো. সালাউদ্দিন (৭০), শেখ কাদির (৪৫), আলী হোসেন শেখ (৬০), ফয়সালসহ (৩০) অনেকেই বলেন, বাধ্য হয়েই এলাকাবাসী ১ লাখ টাকা খরচ করে বেহাল রাস্তার খালের ওপর একটি কাঠের পোল নির্মাণ করছেন। এর আগে একাধিকবার এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় এই রাস্তায় একটু একটু মাটি ভরাটের কাজ করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা বার বার আমাদের এই রাস্তা নির্মাণের জন্য আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। নির্বাচনের সময় তারা শুধু ভোট চাইতে আসেন। এরই মধ্যে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে শ্রীনগরে শুরু হয়েছে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের ভোট এবং সমর্থন। নির্বাচনের পরে তাদের আর খবর থাকেনা। দেশ স্বাধীনের পর থেকে এপর্যন্ত দক্ষিণ বাড়ৈগাঁওয়ের বেহাল রাস্তাটিতে কোনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তার নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তারা।

স্থানীয় মহিলা ইউপি সদস্য পারভীন বেগমের কাছে বেহাল রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি দাবী করে বলেন, ওই রাস্তায় দুই বার সরকারি অর্থায়নে মাটি পড়ছে। শেখ বাড়ির পাশেই আপনার বাড়ির অবস্থান প্রধান সড়ক থেকে আপনার বাড়ি পর্যন্ত সংযোগ রাস্তা নির্মিত করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বাড়ির রাস্তা তো নিজের টাকায় করছি। স্থানীয় ইউপি সদস্য মো. তাহের এ বিষয়ে জানান, রাস্তার বিষয়ে তিনি বলেন, রাস্তা নির্মাণ করার লক্ষ্যে ফাইল জমা দেওয়া হয়েছে। প্রজেক্ট পাশ হলেই পোল নির্মাণের টাকা গ্রামবাসীকে ফেরত দেওয়া হবে।

এ ব্যাপারে আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আইযুব আলী খান জানান, এ বিষয়ে তিনি অবগত নন। রাস্তা সংক্রান্ত বিষয়ে স্থানীয় মেম্বারদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।