রাজধানীতে গাড়ির ভেতর থাকা সেই অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় একটি প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। তার নাম সঞ্জয় কুমার ঘোষ। বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তিনি ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কালাম হোসেনের গাড়ি চালক।
ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের জিএম আহসানুল হক গণমাধ্যমকে জানান, গত ৭ অক্টোবর মহাখালীর অফিস থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কালাম হোসেনকে বাড়িতে নামিয়ে দেওয়ার পর থেকে গাড়িসহ নিখোঁজ ছিলেন সজল কুমার।
তিনি ধানমন্ডি থেকে মহাখালী যাচ্ছিলেন। কারণ গাড়িটি মহাখালীর অফিসেই পার্কিং করে রাখা হতো। ওইদিন বিকাল তিনটার পর থেকে গাড়ি এবং চালকের হদিস পাওয়া যাচ্ছিল না।এই ঘটনায় শনিবার ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তিনি বলেন, সঞ্জয়ের সঙ্গে কারও বিরোধ ছিল বলে জানা নেই।সঞ্জয় প্রায় ২ বছর ধরে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের গাড়ি চালাতেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।তবে কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে- তা এখনো জানতে পারিনি।বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। জানা যায়, নাবিস্কো মোড়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকার নিয়ে শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় ও পথচারীদের মধ্যে কৌতূহল কাজ করে।
তারা গাড়ির জানালা একটু খোলা দেখে কেউ কেউ উঁকি দিয়ে দেখার চেষ্টা করে। এক পর্যায়ে তারা টের পায় গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ আসছে। পথচারিরা আবিষ্কার করে গাড়ির ভেতর মরদেহ রয়েছে। পরে তারা পুলিশে খবর দেয়।