কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

0
93

সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। শুক্রবার এবং দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বিনোদপ্রেমীদের ঢল নেমেছে সৈকতের বালিয়াড়িতে। শুটকি পল্লি, রাখাইন পল্লি, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পট এখন মানুষের পদচারণায় মুখরিত।

পর্যটকদের সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেছে। স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ তৎপর থাকলেও অধিকাংশ পর্যটককে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।

এক পর্যটক বলেন, ‘খুলনা থেকে হানিমুনে এসেছি। সময়টা খুব ভালো কাটছে। সৈকতের সৌন্দর্য উপভোগ করছি।’ কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা আবদুল খালেক জানিয়েছেন, ছুটির দিন হওয়ায় কুয়াকাটায় পর্যটকের সংখ্যা একটু বেশি। তাদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ তৎপর আছে। স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিং করে লোকজনদের সচেতন করা হচ্ছে।