দেশজুড়ে

উল্লাপাড়ায় বিএনপি নেতা গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাশকতাসহ ১৬ মামলার আসামি মোঃ হায়দার আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চরকালিগঞ্জ তার গ্রামের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ মন্ডল জানান, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাশকতা সহ ১৬ মামলার আসামি মোঃ হায়দার আলীকে শুক্রবার সকালে তার গ্রামের বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ। হায়দার আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। ট্রেন ও এমপি তানভীর ইমামের নির্বাচনী বহরের মোটর সাইকেল পোড়ানো মামলাসহ গুরুত্বপূর্ণ দেড় ডজন মামলা রয়েছে এই বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button