শুক্রবার ভোরে আবারো মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

0
87
brazil olympic football argentina olympic football, rtv online

আবারো দর্শকরা দেখতে পাবে দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর ৫টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের। ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে ভোর সাড়ে ৫টায়।

এদিকে প্রথম আট ম্যাচ শেষে আট জয়ে ব্রাজিলের পয়েন্ট ২৪। ভেনিজুয়েলার পর ১০ অক্টোবর কলম্বিয়া আর ১৪ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। এই তিন ম্যাচে ৯ পয়েন্টের মধ্যে ৪ পেলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপ টিকিট। কারণ লাতিন অঞ্চলের ইতিহাস জানাচ্ছে, ২৮ পয়েন্ট পাওয়া কোনো দলের ফুটবল বিশ্বকাপে না খেলার রেকর্ড নেই। নেইমার, কাসেমিরো, ভিনিসিয়ুসদের সঙ্গে প্রিমিয়ার লিগে খেলা আট ফুটবলার যোগ দেওয়ায় ব্রাজিল মুখিয়ে কাতারযাত্রা নিশ্চিত করতে।

অপরদিকে ফুটবল যাদুকর মেসির আর্জেন্টিনাও এবারের বাছাই পর্বে কোনো ম্যাচ হারেনি। আসরে সব মিলিয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা অপরাজিত ২১ ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বে আট ম্যাচে পাঁচ জয়, তিন ড্রতে পয়েন্ট ১৮। প্যারাগুয়ে, উরুগুয়ে আর পেরুকে হারালে পয়েন্ট বেড়ে দাঁড়াবে ২৭। তাতে বিশ্বকাপের দুয়ারেই চলে যাবেন মেসি-মার্তিনেজরা।