কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৫০ পিস ইয়াবা সহ ৪ জন গ্রেফতার

0
75

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : ৫ অক্টোবর মঙ্গলবার রাত ৯ টা ৫০ মিনিটে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন নাজিরঘাট মেইন রোডস্থ হোল্ডিং নং-৯৪/১, রাবেয়া মঞ্জিল এর সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ০১) মোঃ শামীম আহম্মেদ ওরফে আদর(২৪), পিতা-শাহাজাহান শেখ, সাং-মোহাম্মদনগর গাজী পানির ট্যাংকির পাশে, থানা-লবণচরা; ০২) মোঃ মঈন মাহামুদ ওরফে বাবু(২৮), পিতা-মৃত: আবু দাউদ, সাং-সিদ্দিকিয়া মহল্লা, বকুল বাগান লেন, থানা-সোনাডাঙ্গা মডেল; ০৩) মোঃ মেহেদী হাসান রানা(৩৬), পিতা-মোঃ রেজাউল ইসলাম, সাং-নাজিরঘাট মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ০৪) মোঃ আসলাম শিকদার সজীব(২৮), পিতা-জালাল শিকদার, সাং-২৪৭ বিসমিল্লাহ সড়ক জিরোপয়েন্ট, থানা-হরিণটানা, খুলনা মহানগরীদের কে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। গ্রেফতারকৃত ০১ নং মাদক ব্যবসায়ী মোঃ শামীম আহম্মেদ ওরফে আদর (২৪), এর বিরুদ্ধে ০১ টি, ০১ নং মাদক ব্যবসায়ী মোঃ মঈন মাহামুদ ওরফে বাবু(২৮) এর বিরুদ্ধে ০৩ টি, ০১ নং মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান রানা(৩৬) এর বিরুদ্ধে ০১ টি এবং ০১ নং মাদক ব্যবসায়ী মোঃ আসলাম শিকদার সজীব(২৮) এর বিরুদ্ধে ০১ টি মাদকের মামলা রয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেসোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ টি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ শাহ্জাহান শেখ ৬ অক্টোবর বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।