মাগুরায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে খামারি সমাবেশ অনুষ্ঠিত

0
148

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি ও নন-সিআইজি খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চত্বরে ইউনিয়নের ১০০ জন সদস্যদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাভী ও ছাগল পালনের উপর সচেতনতামূলক আলোচনা করা হয়। প্রকল্পের পক্ষ থেকে আলোচনা করা হয়। পরে প্রত্যেক সদস্যকে নগদ ২০০ টাকা ও খাবার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অসিম কুমার সাহা ও মোঃ আয়ুব আলী। এছাড়া উপস্থিত ছিলেন গোপালগ্রাম ইউনিয়নের এনএটিপি প্রকল্পের সীল কর্মকর্তা অজয় কুমার মিত্র, প্রকল্পটি অন্য ইউনিয়নের সীল কর্মকর্তা শ্রীদাম অধিকার সহ প্রমুখ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।