বাংলাদেশের ৫১৬১ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিল চীন

0
117

বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করলো চীন। দেশটি বাংলাদেশের ৫১৬১ পণ্যে শুল্কমুক্ত রফতানির সুবিধা দিয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১ জুলাই থেকেই এ সুবিধা কার্যকর হবে।চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা শুল্কমুক্ত সুবিধা নিয়ে বার্তা পাঠিয়েছেন।

সেই বার্তায় ৫১৬১টি পণ্যের শুল্ক মুক্ত রপ্তানির সুবিধার কথা বলা হয়েছে। এর মধ্যে দিয়ে চীনা বাজারে বাংলাদেশের পণ্য রফতানির দুয়ার খুলবে।সূত্র জানায়, চীন বাংলাদেশের জন্য যেসব পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, তার মধ্যে দিয়ে বাংলাদেশ চীনা বাজারে মোট রফতানি পণ্যের ৯৭ শতাংশই শুল্ক মুক্ত সুবিধা পাবে।