একই সময়ে আইপিএলের দুই ম্যাচ

0
88

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের সূচিতে পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কতৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী আগামী ৮ অক্টোবর গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কতৃপক্ষ। যদিও সূচি পরিবর্তনের নির্দিষ্ট কোন কারণ জানায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

পুরনো সূচিতে ৮ অক্টোবর আবু ধাবিতে দিনের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদের। দিনের দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

সূচিতে পরিবর্তন আনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর বাংলাদেশ সময় রাত আটটায়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভাতে এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিসিসিআই কোন কারণ উল্লেখ না করলেও বিভিন্ন গণমাধ্যমের দাবি, স্টার স্পোর্টসের চাওয়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কতৃপক্ষ। আগামী আসর থেকে ১০ দলের আইপিএল হওয়ায় একই সঙ্গে বেশ কিছু ম্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। সেটির প্রস্তুতি স্বরূপই একই সময়ে দুটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এদিকে আগামী ২৫ অক্টোবর আইপিএলের নতুন দুই দলের নাম প্রকাশ করবে বিসিসিআই। ৮ দলের আইপিএলের এবারই শেষ আসর।