নান্দাইলে ৪০ শতক জমির পেঁপে গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা

0
166

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে এক কৃষকের ৪০ শতক জমির ফলন ধরা পেঁপে গাছের চারা কেটে পেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আচারগাঁও ইউনিয়নের পূর্ব শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জমির মালিক ওই গ্রামের মৃত আব্দুল বারিক মহুরীর ছেলে সামায়ুন কবির মহুরী জানান, ৪০ শতক জমির মধ্যে গত ৪ মাস আগে পেঁপে গাছের চারা গুলো লাগানো হয়েছে। বর্তমানে অধিকাংশ গাছে পেঁপে ধরেছে।
গতরাত্র ২টার দিকে প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে পেঁপে বাগান দেখতে বাড়ির সামনে বেড় হন। উপস্থিতি টের পেয়ে ৬-৭ লোক বাগান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে দেখেন বাড়ির পাশে কিছু গাছ ছাড়া সব গুলো গাছ কেটে পেলেছে। এতে প্রায় চার থেকে পাঁচ লক্ষ্য টাকার ক্ষতিসাধন হয়েছে।

এরমধ্যে পার্শবর্তী গইছখালী গ্রামের হতদরিদ্র সামাদ মিয়া ৪০ শতক জমি ভাগে করেছিলেন। তার বাড়িভিটা ছাড়া ভাগে নেয়া পেঁপে বাগানই একমাত্র সহায় সম্ভল।

সামায়ুন কবির আরও জানান, পূর্ব শত্রুতার জেড়ে এমন ফলন ধরা পেঁপে বাগানটি কেটেছে। এ জগন্ন কাজের বিচার দাবি করে তিনি বলেন থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।