আফগানিস্তানে আইপিএল নিষিদ্ধ করল তালেবান

0
88

আফগানিস্তানে তালেবানের ক্ষমটা দখলের পর বদলে যাচ্ছে নিয়মিত অনেক নিয়ম-কানুন। এসব নিয়মের গ্যাঁড়াকলে পরিবর্তন আসছে দেশের ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে নারীদের জন্য ক্রীড়া ক্ষেত্র বেশ কঠিন হয়ে পড়েছে। তবে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া ডট কম’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখা যাচ্ছে না আফগানিস্তানে।

এর কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ‘মুসলিম বিরোধী কনটেন্ট’ থাকার কারণে দেশটিতে ব্যান করা হয়েছে আইপিএল। আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার ও সাংবাদিক এম ইব্রাহিম মোমান্দ টুইটারে জানিয়েছেন, “আফগানিস্তানে আইপিএল ব্যান করা হয়েছে। এর কারণ, আইপিএলে বেশ কিছু কন্টেন্ট মুসলিম বিরোধী। বিশেষ করে চুল খোলা রেখে মেয়েদের নাচানাচির জন্য।”

আইপিএল-১৪ আসরের স্থগিত হওয়া ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে পূনরায় শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর থেকে। এই ম্যাচগুলো আফগানিস্তানের ‘রেডিও টেলিভিশন আফগানিস্তান’ চ্যানেলে দেখানোর কথা ছিল। দেশটির একঝাঁক তারকা ক্রিকেটার অংশ নিয়েছে এবারের আসরে। তাই স্বাভাবিক ভাবেই আফগানিস্তানের মানুষদের চোখ থাকাবে টিভি পর্দায়।