গোবিন্দগঞ্জে ৭জন করোনায় আক্রান্ত মোট আক্রান্ত-৯০

0
94

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৭ জুন বুধবার আরও ৭জন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্তের খবর পাওয়া গেছে। এ ৭জন রংপুর পিসিআর ল্যাবে পরীক্ষা করে শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত হল ৭ জন হল-তরিকুল ইসলাম -সে পৌরসভার এমপি পাড়ার বাসিন্দা,শাহজাহান সবুজ,সে নিরাময় ডায়াগনস্টিকে কর্মরত,শাহীন আলম ও আব্দুর সাত্তার- এদুজন পৌরসভার বুজরুক বোয়ালিয়া এলাকার বাসিন্দা,

আব্দুর রউফ- সে কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনীর বাসিন্দা,রুমি- আজাহর ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের বাসিন্দা,হারুন-উর রশিদ (ব্যাংকার)-সে পৌরসভার প্রধানপাড়া এলাকার বাসিন্দা।

এ নিয়ে এ উপজেলায় শনাক্ত সংখ্যা দাঁড়াল ৯০ জনসহ।এতথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মজিদুল ইসলাম।

এদিকে বগুড়া শজিমেক ও টিএমএমএস ল্যাবে বিভিন্ন সময় শনাক্তকৃত গোবিন্দগঞ্জের বাসিন্দা ১২জন যুক্ত করলে এ উপজেলায় মোট শনাক্ত সংখ্যা দাঁড়াবে-৯০জন।এর মধ্যে ২ জন মারা গেছে ৯জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে।বাকী ৭৮জন চিকিৎসাধীন রয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে আজ বুধবার রংপুর আরটি পিসিআর ল্যাবে গোবিন্দগঞ্জের ২১ টি নমুনা পরীক্ষা করা হয়, এরমধ্যে ০৭টি পজিটিভ ও ১৬টি নেগেটিভ এসেছে। এখনো রংপুর ল্যাবে গোবিন্দগঞ্জ হতে প্রেরিত ১২০টি নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে।