চারঘাটে ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরন

0
82

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: ”শান্তি-শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান কে সামনে রেখে রবিবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজনে পরানপুর উচ্চ বিদ্যালয় হলরুমে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি (পুরুষ- মহিলা) মৌলিক প্রশিক্ষণ এর শুভ উদ্ভোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরা।

এই প্রশিক্ষন কর্মসূচীতে মোট ৬৪ জন পুরুষ ও মহিলা ভিডিপি অংশগ্রহন করেন। মৌলিক প্রশিক্ষনটি গত ৫ই সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত দেয়া হয়েছে বলে জানান উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত
কর্মকর্তা সেলিনা আখতার।

বৃহস্পতিবার বিকালে উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিনা আখতার এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আনসার ও ভিডিপি অধিদপ্তরের কর্মকর্তাসহ চারঘাট মডেল থানার
পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ, চারঘাট ফায়ার ষ্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ মৌলিক
প্রশিক্ষনার্থীগন উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠান শেষে তিন জন কৃতি প্রশিক্ষনার্থীকে বিশেষ পুরস্কারসহ ৬৪ জনের মাঝে সনদপত্র বিতরন করা হয়।