দেশজুড়ে
উল্লাপাড়ায় গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রোববার সন্ধ্যায় উল্লাপাড়ার হাটিকুমরুল গোল চত্বরের পাশে সড়ক দুর্ঘটনায় প্রশান্ত চন্দ্র বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া গ্রামের সুর্যকান্ত বিশ্বাসের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঘটনার সময় প্রশান্ত চন্দ্র বিশ্বাস নাটোর রোড ধরে হাটছিলেন। এসময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রশান্ত মারা যায়। এ ব্যাপারে সলংগা থানায় একটি মামলা হয়েছে।