দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বাবাকে মারধরের অভিযোগে ছেলে জেল হাজতে

জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদক সেবন করে পিতাকে মারপিট করার অপরাধে মাদকাসক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পৌরসভার মুসলিম নগরের শহীদ (২০) নামে এক মাদকাসক্ত ছেলে নেশা করে তার নিজ পিতাকে মারপিট করে।

এসময় পিতা দুলাল হোসেনের আত্মচিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে এসে পিতাকে উদ্ধার করে এবং মাদকাসক্ত ছেলেকে আটক করে। পরে স্থানীয় এক কাউন্সিলর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। তৎক্ষনাত পুলিশ ফোর্সসহ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাদকাসক্ত ছেলে শহীদকে জিজ্ঞাসাবাদ করলে সে তার অপরাধ স্বীকার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ছেলে শহীদকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং তিনি জানান জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য- এর আগেও শহীদ মাদক সেবনের জন্য কারাভোগ করেছ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button