দেশজুড়ে

গোপালপুরে ধর্ষণ মামলায় গ্রেফতার-১

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ধর্ষণ মামলার মূল আসামী ইউসুফ আলী কালু (২৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়। সে উপজেলার আলমনগর মধ্যপাড়া গ্রামের সোনাউল্লাহর ছেলে। মামলা সূত্রে জানা যায়, ইউসুফ আলী এক সন্তানের জননীর মোবাইল নাম্বারে কল দিয়ে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব পেয়ে প্রথম দিকে রাজি না হলেও পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৩০ আগস্ট গভীর রাতে ইউসুফ আলী ঘরে প্রবেশ করে বিয়ে করার প্রতিশ্রতি দিয়ে ওই গৃহবধুকে ধর্ষণ করে।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ওই গৃহবধু বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান পরিচালনা করে মামলার একমাত্র আসামী ইউসুফ আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button