চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে নকল ঔষধ তৈরীর সরঞ্জাম উদ্ধার
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ নকল ওষুধ তৈরির কারখানার গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় বাজিতপুর-বাহাদুর মোড়লের টোলা এলাকায় অভিযান চালিয়ে ঔষধ তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। এসময় মালিককে কারাদন্ড দেয়া হয়েছে। অপর অভিযানে হেরোইন উদ্ধার করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল। সাজাপ্রাপ্ত কারখানার মালিক শিবগঞ্জ উপজেলার বাজিতপুর-বাহাদুর মোড়লের টোলার মো. লায়োশের ছেলে মো. বানী ইসরাইল (৩৩)।
বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিজিবি এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় বিপুল পরিমাণ নকল ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রেসনোটে এ তথ্য নিশ্চিত করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে আলাদাভাবে ৪টি দল কানসাট, সোনামসজিদ, কিরণগঞ্জ এবং জমিনপুর এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে।
শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বীর উপস্থিতিতে কানসাট এলাকায় বাজিতপুর-বাহাদুর মোড়লের টোলা নামক স্থানে নকল ওষুধের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নকল ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
অধিনায়ক আরও জানান, অভিযানে নকল ওষধ তৈরির কারখানার মালিক শিবগঞ্জ উপজেলার বাজিতপুর-বাহাদুর মোড়লের টোলার মো. বানী ইসরাইলকে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এছাড়াও বৃহস্পতিবার রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপি সীমান্ত পিলার ১৮৫ হতে ২০০ গজ ভেতরে তোহাখানা হতে মালিকবিহীন ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইনের মূল্য ২০ লাখ টাকা।