দেশজুড়ে

জামালপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি এলাকায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এরা হলেন আরংহাটি এলাকার শফিকুল ইসলামের শিশুকণ্যা রাবেয়া খাতুন(৫) ও একই এলাকার ছামিনুর ইসলামের কণ্যা সুমাইয়া খাতুন (৪)। বুধবার ৮ সেপ্টেম্বর ২০২১ সন্ধায় এই দুর্ঘটনা ঘটেছে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে মৃত দুই শিশু মামাতো- ফুফাত বোন। তারা বুধবার বিকেলে বাড়ির পার্শের কালাদহ ডোবায সংলগ্ন স্থানে খেলতে গেলে ডোবায় পড়ে এই দূর্ঘটনাটি ঘটে। পরে বাড়ির লোকজন জাল দিয়ে তাদের লাশ উদ্ধার করে। দুইজনেরই দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

এই বিষয়ে গণমাধ্যমকে আলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button