দেশজুড়ে

নওগাঁয় গ্যাস ট্যাবলেট সেবন করে মা-ছেলের আত্মহত্যা

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে মা ও ছেলে একসাথে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর) থানা পুলিশ উপজেলা সদরের হাসপাতাল মোড় কলাবাগান এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন, ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বীরেন কুমার মন্ডলের স্ত্রী শেফালী রাণী মন্ডল (৪৮) ও তার ছেলে সুজন কুমার মন্ডল (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান,ময়না তদন্তের জন্য লাশ দুটি নওগাঁ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button