ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
রনজিত কুমার পাল বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নেন দক্ষিণ কেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবন এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ধামরাই এর মাটি ও মানুষ এর নেতা, ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি ও বায়রার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর -২০২১) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের দক্ষিণ কেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্হাপন উদ্বোধন করেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ লাল্টু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উক্ত বিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন উপস্থিত ছিলেন।