ঘাটাইলে মাছের পোনা অবমুক্ত

0
91

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ”,“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার (৮ সেপ্টেম্বর) ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২২ অর্থ বছরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন জলাশয়ে ও প্রাতিষ্ঠানিক পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। পোনা অবমুক্ত করন র্কসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনে সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:শহিদুল ইসলাম লেবু,উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন,দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সহ সভাপতি সুমন খান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম,কমিশনার কবির হোসেন প্রমুখ।

উপজেলার বিভিন্ন জলাশয়ে ও প্রাতিষ্ঠানিক পুকুরে ৪৫২ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।