দেশজুড়ে

জামালপুরে প্রশাসন ও র‌্যাবের অভিযানে ভেজাল খাদ্যদ্রব্য ও প্রসাধনী জব্দ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকার শহরে বিভিন্ন অবৈধ কারখানায় জেলা প্রশাসন ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ২০২১ সারা দিন ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে বিপুল পরিমান খাদ্যদ্রব্য ও দৈনদিন ব্যবহারিক বিভিন্ন পন্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করেন।

মঙ্গলবার রাতে প্রশাসন সূত্রে জানা গেছে এ অভিযানে অংশ নেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহাসহ র‌্যাব-১৪ এর সদস্যগণ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button