গোপালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ত্রাণ সহায়তা বিতরণ
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল আশ্রয়ন প্রকল্পে বৃক্ষ রোপনের মাধ্যমে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে, আলমনগর উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. পারভেজ মল্লিক । মঙ্গলবার (৭ই সেপ্টেম্বর) সকালে ঝাওয়াইল আশ্রয়ন প্রকল্পে এ কর্মসূচির উদ্বোধন করা হয় ।
এসময় তার সাথে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. এখলাছ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, আলমনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মো. রকিব উদ্দিন আতিক, আলমনগর উন্নয়ন সংস্থার সভাপতি মেহেদী হাসান সুমন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ইউএনও মো. পারভেজ মল্লিক ঝাওয়াইল, হেমনগর, শাখারিয়ায় সহ উপজেলার ১৫৮টি আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়া পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১৫কেজি করে চাল বিতরণ করেন, এছাড়াও হেমনগর ইউনিয়নের খামারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ২য় পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদর্শন করেন ।