জাতীয়
একনেকে ৮ প্রকল্প অনুমোদন
৭ হাজার ৫শ’ ৮৯ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে যুক্ত হয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রকল্পের অনুমোদন দেন।
বিভিন্ন মন্ত্রণালয়ের ৮ প্রকল্পে বরাদ্দকৃত ব্যয়ের ৫ হাজার ৯শ’ কোটি টাকা সরকারি অর্থায়ন ও বিদেশী ঋণ থাকবে ২ হাজার ৫শ’ ৮০ কোটি টাকা।
অনুমোদিত নতুন প্রকল্পসহ চলমান সব উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।