দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পপি আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০ টার সময় উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও (আবাশন) এলাকা থেকে । নিহত পপি আক্তার ওই এলাকার নয়ন আলীর স্ত্রী ।
স্থানীয়রা জানান,পপি আক্তারের বিয়ের বয়স চার মাস, কি কারনে নিজ ঘরে গলায় ওরনা পেচিঁয়ে আত্মহত্যা করেছে পপি আক্তার তা এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।