চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্রসহ এক জন আটক
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোঃ শফিকুল ইসলাম ওরফে ধরু (৪০) নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার চৌডালা ব্রীজ এলাকায় তাকে আটক করে। এসময় ধৃত ব্যক্তির কাছ থেকে ১ টি বিদেশী পিস্তুল, ১ টি ওয়ানশুটার গান, ২ টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। আটককৃত ব্যক্তি হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মোঃ ভাদুর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, র্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে সীমান্তবর্তী এলাকার কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত হতে বিপুল পরিমান অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।
এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭ টায় স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের চৌডালা সেতু এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত ব্যক্তিকে আটক করে।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।