নান্দাইলে ১০ বছর পরে মায়ের কোলে ফিরে পেলেন হারিয়ে যাওয়া ছেলে


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাজগাতী ইউনিয়নের হিজলজানী গ্রামের মুনসুর আলী (৩৫)। ছোট বেলা থেকেই তিনি ছিলেন খুব শান্ত ও নম্র। বাবার সংসারের অভাবের কারনে পড়ালেখা করতে পারেননি তেমন। তিনি দিনমজুর বাবার সাথে অন্যের জমিতে কাজ করে বাবার সংসারের হাল ধরতো। হঠাৎ তার আচার-আচরণ অস্বাভাবিক হয়ে যাওয়ার তিনি তার মত করে চলতে শুরু করে। মন যা চাইতো তাই করতো। এমন অবস্থায় মুনসুর আলী একদিন নিরুদ্দেশ হয়ে যায় পরিবার থেকে। সাধ্য অনুযায়ী মুনসুরের পরিবার এলাকায় মাইকিং সহ পরিচিত সব জায়গায় খোজাখুজি করেও দেখা মিললো না তার। তারপর প্রায় ১০ বছর পর জীবনের গল্প নামক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মুনসুর আলীকে ফিরে পেলেন তার মা-বাবা।
ঘটনাটি নাকট কিংবা সিনামার মত মনে হলেও তা বাস্তবেই ঘটেছে নান্দাইল উপজেলায়। গত ১৯ আগস্ট ইউটিউবে আপলোড হওয়া জীবনের গল্প নামক একটি ভিডিওতে মনসুরের মুনসুর আলীকে দেখে তার প্রতিবেশী ভাতিজা সাকিব শনাক্ত করে মুনসুর কে। তারপর সাকিব ভিডিওটি মনসুরের ছোট ভাই জাহাঙ্গীরকে জানায়। জাহাঙ্গীর তার ভাই মুনসুরকে চিনতে পারে এবং ভিডিওর লোকেশন অনুযায়ী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা থেকে মুনসুর আলীকে নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসে। ১০ বছর অপেক্ষার পর বাবা-মার বুকে প্রিয় সন্তান ফিরে এসেছে।
মুনসুর ইউনিয়নের হিজলজানী গ্রামের হতদরিদ্র শান্ত মিয়া ও লতিফা দম্পতি বড় সন্তান। এক সময় সন্তানকে ফিরে পাবার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা। দীর্ঘ প্রায় ১০ বছর পর সেই প্রিয় সন্তানকে বুকে ফিরে পেয়েছেন বৃদ্ধ মা–বাবা। মুনসুকে পেয়ে হতদরিদ্র পরিবারে এখন খুশির বন্যা বইছে।
এ বিষয়ে জাহাঙ্গীর জানান, ভিডিওতে আমার ভাইকে দেখে চিনতে বিন্দুমাত্র কষ্ট হয়নি। ভিডিওর লোকেশন অনুযায়ী পাবনা জেলার ঈশ্বরদী সদরে স্থানীয় লোকজনকে মুনসুরের ছবি দেখালে তার অবস্থান শনাক্ত করে দেয়। পরে আমরা তাকে নিয়ে নান্দাইলের নিজ বাড়িতে ফিরে আসি।
জানাযায়, গত তিন বছর ধরে মুনসুর ঈশ্বরদী থাকতো। বিভিন্ন মানুষের খুটিনাটি কাজকর্ম করতো। নিজের খেয়াল খুশিমত চলতো। হাটবাজারে, রাস্তা-ঘাটে দিনাতিপাত করতো সে। সেখানের স্থানীয় লোকজন তাকে মুনতু মামা বলে ডাকতো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মুনসুরকে একনজর দেখার জন্য শতশত মানুষ বাড়িতে ভীড় করছেন। প্রতিবেশীরাও মুনসুরকে ফিরে পেয়ে অনেক খুশি। কেমন আছেন জিজ্ঞাসা করলে কোন কথা না বলে হাঁসিমাখা মুখে চোখ তুলে তাকায়।
জীবনের গল্প ইউটিউবে চ্যানেলের পরিচালক মো. সাজ্জাদুর রহমান মোবাইল ফোনে ভিডিওকলে মুনসুরের পিতা-মাতা এবং মুনসুরের সাথেও কথা বলেন। তিনি হারানো ছেলেকে পিতামাতার নিকট ফিরিয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।
মুনসুরের চাচা মোস্তফা, বড়বোন আসমা জানান, মুনসুর বিয়ে করেছে। ১২ বছর বয়সের ছেলে রয়েছে। ঢাকায় নানির কাছে থাকে। আদর্শ নগর উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে সে। ১ বছর পূর্বে মুনসুরের বউ তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে। মুনসুরের ছেলে তামিম তার বাবাকে কাছে পেয়ে দুহাত দিয়ে বুকে জড়িয়ে নেয়। সে বলে, আমার আব্বুকে পেয়ে আমি খুউব খুশী।
মুনসুরের বৃদ্ধ বাবা-মা কেঁদে কেঁদে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আমার ছেলেরে ফিইরা (ফিরে) পাইছি। আমরার কলিজা ঠাণ্ডা অইছে। আমার মুনসুর বাবারে আর কোনোহানো (কোথাও) যাইবার দিতাম না।