দেশজুড়ে
শ্রীনগরে পানিতে ডুবে কৃষকের মৃত্যু
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কানাই নগর আড়িয়াল বিল এলাকায় পানিতে ডুবে আক্কাস খান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আক্কাস খান শ্রীনগর সদর ইউনিয়নের কানাই নগর গ্রামের নেওয়াজ খানের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত কৃষক আক্কাস খান বিভিন্ন কাজকর্ম করার জন্য নৌকা নিয়ে আড়িয়াল বিলে যায়। সে বিলের কচুরি পানা তুলে ভিট বানাচ্ছিল। হঠাৎ তিনি নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে আড়িয়াল বিল থেকে আক্কাস খানের মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আড়িয়াল বিলে কাজ করতে গিয়ে ওই কৃষক স্টোক করে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে মারা যায়।