দেশজুড়ে

ধামরাইয়ে “রাজাপুর আর্দশ সমিতি”র উদ্যাোগে মাদক বিরোধী র‍্যালী এবং সমাবেশে

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন এই স্লোগান কে মূল প্রতিপাদ্য করে ঢাকার অদূরে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নে রাজাপুর আর্দশ সমিতির উদ্যাোগে মাদক বিরোধী র‍্যালী এবং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর -২০২১ খ্রীস্টাব্দ) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নে রাজাপুর আর্দশ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সেলিম এর সভাপতিত্বে মাদক বিরোধী র‍্যালী এবং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই স্লোগান কে সামনে রেখে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে মূল্যবান বক্তব্য রেখেছেন রাজাপুর আদর্শ সমিতির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলীম খান সেলিম।

রাজাপুর আদর্শ সমিতির সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় এই আন্দোলনের ডাক দেয়া হয়েছে।যুব সমাজ থেকে শুরু করে এলাকার সবাই এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে মাদক সমাবেশে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button