সুন্দরগঞ্জে মাদরাসার গাছ কাটার অপরাধে কাজী গ্রেফতার

0
77

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নিকাহ্ রেজিষ্টার (কাজী) ও ভুরারঘাট এম.ইউ বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদরাসার চাকুরিচুত্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুরারঘাট এম.ইউ বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদরাসার গাছ কাটার অপরাধে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ব্র্যাক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে কাজী সাখাওয়াত হোসেনকে চাকুরিচুত্য করা হয় এবং এ বছরের ২৩ আগস্ট এমপিও থেকে তার নাম স্থায়ীভাবে কর্তন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, সম্প্রতি বে-আইনিভাবে কাজী সাখাওয়াত হোসেন মাদরাসার ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ইউক্লিপটাস গাছ কর্তন করে। এ নিয়ে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন গত বুধবার রাতে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলা তদন্তকারি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে কাজী সাখাওয়াত হোসেনের স্ত্রী জানান, কোনরূপ তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করা হয়েছে। প্রতিষ্ঠানের গাছ নয়, ব্যক্তি মালিকানা গাছ কর্তন করা হয়েছে।