বাংলাদেশ যেখানে সাফল্যের শীর্ষে

0
120

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলকে এতটা শক্তিশালী ভাবা হয় না এখনও। বিশ্ব মঞ্চে নিজেদের প্রমানের অভাবেই এমনটা। তবে ঘরের মাঠে ঠিকই কঠিন দল বাংলাদেশ।

গত দুই বছরে দেশের মাঠে যে কয়টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ তাতে সবচেয়ে সফল। জয়ের শতকরা হার ৮১.৮২ যা টাইগারদের তুলেছে শীর্ষে।

বাংলাদেশ গত দুই বছরে দেশের মাঠে ১১টি ম্যাচ খেলেছে। যেখানে ৯টিতে জয় আর ২টিতে হেরেছে। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়া ৯ ম্যাচ খেলে ৬টি জয় আর হেরেছে ২টি ম্যাচ। রেজাল্ট হয়নি এক ম্যাচের।

তিনে রয়েছে ইংল্যান্ড। দলটি ১২ ম্যাচ খেলে জয় পায় ৮ ম্যাচে, হেরেছে ৩ ম্যাচ, রেজাল্ট হয়নি এক ম্যাচে। ভারতের ১৬ ম্যাচে ১০ জয়, ৫ হার, রেজাল্ট হয়নি এক ম্যাচে।

পাঁচ নম্বরে থাকা পাকিস্তান ১১ ম্যাচে ৭ জয় ও ৪টিতে হেরেছে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। উইন্ডিজরা ২০ ম্যাচে মাত্র ৯টি ম্যাচে জিতেছে, হেরেছে ৭টি ম্যাচে আর রেজাল্ট হয়নি ৪টি ম্যাচে।

নিউজিল্যান্ড ২৪ ম্যাচে ১২টি জয় ও ১১টিতে হেরেছে। রেজাল্ট হয়নি এক ম্যাচে।