দেশজুড়ে

কমলনগরে জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা বিতরন

শাহদাত সুমন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে লক্ষ্মীপুরের কমলনগরে মৎস্য চাষিদের নিয়ে আলোচনা ও তাদের মাঝে বিভিন্ন প্রজাতির দেশি পোনা মাছ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে কমলনগরের মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা ও বিভিন্ন উপকরণ বিতরন করা হয়।

মৎস্য সপ্তাহ ২০২১ পালনে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকতা ( ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুছসহ উপজেলা মাছ চাষীগন ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

উল্লেখ্য, গত ২৮ আগষ্ট থেকে নানা আয়োজন ও কর্মসুচির মধ্য দিয়ে কমলনগরে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ’২১।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button