দেশজুড়ে
রাজারহাটে প্রান্তিক পোল্ট্রি খামারীদের ৬দফা দাবীতে মানব বন্ধন


সরকার অরুণ যদু, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে প্রান্তিক পোল্ট্রি খামারীরা ৬দফা বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন করেছে। বুধবার সকালে রাজারহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পোল্ট্রি মার্জিনাল ফার্ম কাউন্সিল (বিপিএমএফসি) এর ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
খামারীদের স্বল্প মূল্যে সরকারী ভাবে পোল্ট্রি খাদ্য সরবরাহ,মুরগীর বাচ্চার দাম ৩০টাকা থেকে কমিয়ে ১৫ থেকে ২০টাকা করা, পোল্ট্রি খামারে ব্যবহৃত সকল ওষুধ পত্রের দাম ৫০% কমানো,বিনা সুদে ঋণ প্রদান,পোল্ট্রি শিল্প নিয়ে সিন্ডিকেটধারীদের আইনের আওতায় আনা এবং বয়লার মুরগীর ন্যায্য মূল্য নিশ্চিত করনে প্রতিটি বাজারে আড়ৎ চালুর দাবীতে এই মানব বন্ধনের আয়োজন করা হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন,সরকার অরুণ যদু,আসাদুজ্জামান আসাদ,বাদশা মিয়া,খামারী আব্দুল জলিল,এম,ডি ফারুক রেজা,রেজাউল মন্ডল প্রমূখ।