দেশজুড়ে

ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হযরত আলী আর নেই

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান হযরত আলী চলে গেলেন না ফেরার দেশে।

বুধবার (১ সেপ্টেম্বর -২০২১) ভোর ৫.০০(পাঁচ) টার সময় তিনি ইন্তেকাল করেছেন…… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে স্ত্রী, দুই কন্যা,জামাতা,আত্নীয় -স্বজন,সহকর্মীবৃন্দ,অগনিত ছাত্র-ছাত্রীবৃন্দ,বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১ সেপ্টেম্বর -২০২১) সকাল সাড়ে এগারটার সময় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে তাঁহার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবর রহমান, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর মানেজিং কমিটির সাবেক সম্মানিত সদস্য শফিক আনোয়ার গুলশান, মোঃ মাসুম খান,অধ্যাপক আবু বকর সিদ্দিক, খন্দকার মশিউর রহমান জানু, ধামরাই পৌরসভার কাউন্সিলরবৃন্দ,,হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মন্ডলী,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এ’ শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এতদ্ অঞ্চলের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

প্রয়াত ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হযরত আলী এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি ও বিশিষ্ট শিল্পপতি ও হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ হাসিবুর রহমান কাশেম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button