খেলাধুলা

ওপেনারদের নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ

মূল ওপেনার তামিম নেই। তবে আছেন লিটন, সৌম্য ও নাঈম। তাতেই নির্ভার থাকার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং নিয়ে তাই বেশি চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওপেনারদের প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘লিটন আমাদের আউটস্ট্যান্ডিং ওপেনার, সৌম্য দারুন ফর্মে আছে এই বছরে। নাঈম আমাদের দলের টপ র‌্যাংকিংয়ের ব্যাটসম্যান। শেখ মেহেদীও ওপেনিংয়ে ভালো অপশন। এগুলো নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। তারা খুব ভালো ছন্দে আছে। আমাদের নিশ্চিত করতে হবে যারা সুযোগ পায় তারা যেন দলের জন্য কন্ট্রিবিউট করে। আমরা যেন ইতিবাচক মানসিকতা দেখাতে পারি। এই মুহুর্তে সবাই ফোকাস। এই মুহুর্তে যে জিনিসটা খুব ভালো আমাদের মধ্যে পজেটিভ কম্পিটিশন রয়েছে। সবাই এটা দারুন ভাবে উপভোগ করছে।’

পেসারদের নিয়েও বেশ উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘শরিফুল চারটা ম্যাচেই ভালো বোলিং করেছে। মোস্তাফিজ আউটস্ট্যান্ডিং। তাসকিন দারুন বোলিং করেছে। রুবেল আছে। সাইফউদ্দিদন সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। আমদের মধ্যে দারুন প্রতিযোগিতা চলছে। ব্যাটিং-বোলিং, ফিল্ডিং সব বিভাগেই উন্নতির সুযোগ আছে। আমার মনে হয় এই জিনিসগুলো ভালো দিক, ভালো একটি দল হওয়ার ক্ষেত্রে। আমি সব সময় মনে করি, র‌্যাঙ্কিং অনেক সময় দলের অবস্থার পরিষ্কার ছবি দেখায় না। আপনি যদি ধারাবাহিক ভাবে ভালো ক্রিকেট খেলতে পারেন, সেই খেরার ধারাবাহিকতা থাকলে নিশ্চিত ভাবেই আপনি এগুবেন।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button