দেশজুড়ে

রেলস্টেশন পুলিশ ফাঁড়ির পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শার্শা (বেনাপোল) প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে রেলস্টেশন পুলিশ ফাঁড়ির পাশ থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, সকালে বেনাপোল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির পাশে ছুরিকাঘাতকৃত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির শরীরে জখমের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button