ধামরাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে পন্ড


রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর হস্তক্ষেপে যাদবপুর বিএম স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী মারিসা আক্তার মীম বাল্য বিবাহ থেকে মুক্তি পেয়েছে। রবিবার (২৯ আগস্ট) রাত দশটার দিকে ধামরাই উপজেলার যাদবপুর গ্রামে বাল্য বিবাহ হচ্ছিল।
জানা যায়, যাদবপুর ইউনিয়নের আমড়াইল দেলুটিয়া গ্রামের ফালু বেপারীর ছেলে সেনা সদস্য আব্দুল আলীমের সাথে একই ইউনিয়নের যাদবপুর গ্রামের মোঃ মোশাররফ হোসেন এর মেয়ে মারিসা আক্তার মীম এর সাথে বিয়ের আয়োজন করা হয়েছে।
এ’খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী এসে বাল্য বিবাহ পন্ড করে দেন।
এ’বিষয়ে ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন রবিবার রাত দশটার দিকে ঐ এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি যাদবপুর গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী বিয়ে হচ্ছে। তাৎক্ষণিক ভাবে মেয়ের বাবাকে বলি ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দিবেন না। কারণ সরকার বাল্য বিয়ে বন্ধ ঘোষণা করেছে।