বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় খাদ্য বহনকারী গাড়ি, আহত ২

0
82

রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে খাদ্য বহনকারী গাড়ি এতে ২ জন গুরুতর আহত হয়েছে।

আজ ৩০ আগস্ট সোমবার দুপুরে বান্দরবান রেইচা আর্মি চেকপোস্ট সংলগ্ন রাস্তার পাশে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি খাদ্য বহনকারী গাড়ি । গাড়িটি মুরগির ফিট বহন করে যাচ্ছিল । হঠাৎ পথ মধ্যে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায় ।এতে ট্রাকে থাকা ড্রাইভার এবং হেল্পার দুইজন গুরুতর আহত হয় ।

আহত ড্রাইভার চট্টগ্রামের সীতাকুন্ড থানার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ রহমত গ্রামের মোহাম্মদ শাহ আলমের ছেলে শাহাবুদ্দিন (৩২) , হেল্পার মিরসরাইয়ের সার খালি গ্রামের ৭ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম (২২) ।

এ বিষয়ে বান্দরবান রেইচা আর্মি পোস্টে থাকা দায়িত্বরত পুলিশ কর্মকর্তা (নায়েক) অর্জুন চাকমা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আর্মি চেকপোস্টের পাশে উল্টে যায় এতে গাড়িতে থাকা ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়। বান্দরবান হতে বাঁশখালীর উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে ।