করোনা সঙ্কট

বিশ্বে ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৭ হাজার মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি মানুষের। একদিনে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ‌্যমতে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ১৪ হাজার ৮৬১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৭২ লাখ ২ হাজার ৪৪৮ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪২৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৭৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৫১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৪ হাজার ৬৮৯ জন মানুষ মারা গেছেন।

এছাড়া ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৮ হাজার ৩৮৭ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ১৫ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button