দেশজুড়ে

দৌলতদিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপরে

রাজবাড়ীতে পদ্মার পানি সামান্য কমলেও তা এখনও দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। ফলে জেলার চরাঞ্চলের হাজার হাজার বাড়িঘর পানিতে ডুবে গেছে। সোমবার (৩০ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ড এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে জেলার পদ্মার তীরে দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে রাজবাড়ী সদর, গোয়ালন্দের দৌলতদিয়া দেবগ্রাম ও কালুখালির রতনদিয়া ইউনিয়নে অর্ধ শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। এছাড়াও জেলার বিভিন্নস্থানে পানির তীব্র-স্রোতে ভাঙন আতংক দেখা দিয়েছে পদ্মা পাড়ের মানুষের মধ্যে।

এদিকে সোমবার (৩০ আগস্ট) সরকারি ছুটির দিনে ঢাকামুখি গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে যানজট সৃষ্টি হয়েছে। তবে ব্যক্তিগত গাড়ির চাপ অনেক বেশি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আব্দুল আহহাদ জানান, দৌলতদিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এছাড়াও পানির তীব্র-স্রোতে ভাঙন আতংক দেখা দিয়েছে মানুষের মাঝে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button