দেশজুড়ে
ঘাটাইলে ৫০ হাজার টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ৫০ হাজার টাকার নিষিদ্ধ ঘোষিত চায়না জাল আটক করে তা পুড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিসস্ট্রেট ফারজানা ইয়াসমিন উপজেলার চাপড়া বিলে অভিযান চালিয়ে জালগুলি আটক করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পুলিশের সহায়তায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের চাপড়া বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত চায়না জাল ও কারেন্ট জাল আটক করে তা পুড়িয়ে দেয়া হয়। চায়না জালে নিধন করা মাছগুলো জেলেদের কাছ থেকে জব্ধ করে তা স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন, ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠু ভূইয়া উপস্থিত ছিলেন।