ভেঙে ফেলা হবে সূত্রাপুরের সেই ৬ তলা ভবন

0
101

সম্প্রতি রাজধানীর সূত্রাপুরের কুলুটোলায় হেলে পড়া ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ১৯ আগস্ট ওই এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে হাজী বাড়ি নামের ৬ তলা ভবনটি হেলে পড়ে। ঘটনার পরপরই ভবনটি সীলগালা করে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ হওয়ায় আগামীকাল (২৮ আগস্ট) থেকে এটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু করবে ডিএসসিসি।

শুক্রবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

১৯ আগস্টেই উদ্ধারকাজ শেষে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টানায় ডিএসসিসি। এরপর রাজউকের চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর জেলা প্রশাসন ভবনটি সীলগালা করে।

আবু নাছের জানিয়েছেন, আগামীকাল শনিবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হবে ভাঙার কাজ। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ ও রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এসময় তারা ভবনের কিছু বাসিন্দাকে উদ্ধার করে।