দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

0
83

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী ঝিনাই নদীতে পারিবারীক পিকনিকের ইঞ্জিন চালিত নৌকা ইট বালি সিমেন্ট বাহীত দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী আয়শা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর ব্রীজের দক্ষিন থেকে মাছমারা দাউনিয়া বড়শীতে আটকে থাকা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।নিহত শিক্ষার্থী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের আবু বক্কর এর একমাত্র মেয়ে ভাটারা স্কুল এ্যান্ড কলেজের বানিজ্য বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া এলাকা থেকে গত মঙ্গলবার সকালে ১৫/১৬ জন বিভিন্ন বয়সী লোকজন নিয়ে আয়শা আক্তারের খালা বাড়ী থেকে পারিবারিক নৌকা ভ্রমনে কুড়িগ্রাম জেলার রৌমারির টিক্কারচরে নৌকা ভ্রমন শেষে বাড়ী ফেরার সময় গতকাল মঙ্গলবার (২৪আগষ্ট) রাত ৮ টার দিকে ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর ব্রীজের দক্ষিণপার্শ্বে এলে পিকনিকের নৌকা ও মালবাহী নৌকার সাথে মুখোমুখি সংর্ঘষে দুটি নৌকাই ডুবে যায়। নৌকার অনান্য যাত্রীরা সাতরিযে নদীর কিনারায় পৌছলেও আয়শা আক্তার নিখোঁজ হয়। রাত থেকে বিভিন্ন ভাবে চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়নি কেউ।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রকিবুল ইসলাম এর নেতৃতে ৪ সদস্যর একটি ডুবুরী দল ৪ ঘন্টা চেষ্টা করেও শিক্ষাথীকে উদ্ধারে ব্যার্থ হয়ে চলে যান। পরে স্থানীয়রা মালবাহী ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে।এরপর গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে নৌকা ডুবির ১০০ গজ দুরে মাছমারা দাউনিয়া বড়শীতে শিক্ষার্থীর পড়নের কাপড় আটকে গেলে দাউনিয়া বড়শী থেকে স্থানীয়রা শিক্ষার্থীকে উদ্ধার করে। এ খবর চারদিকে ছডিয়ে পড়লে হাজার হাজার নারী পুরুষের উৎসুক জনতার ভীড় জমে।

এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিক্ষার্থীর লাশ দাফনের প্রস্তুতি চলছিল।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, শুনেছি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে।