দেশজুড়ে
শ্রীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মুত্যু
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে আরীদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। আলীদ ওই গ্রামের হিকু খানের পুত্র। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী জানায়, সাউন্ড সিষ্টেমের বৈদ্যুৎতিক লিকেজ তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আলীদের মৃত্যু হয়। বাড়ৈখালীর খাহ্র এলাকার ওহিদুলের সাউন্ড সিষ্টেম মদনখালীর ওই বাড়িতে ডিজে পার্টির জন্য ভাড়া আনা হয়েছিল।