দেশজুড়ে
মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘর পেলো ১৫টি গৃহহীন পরিবার
মতিন রহমান, মাগুরা প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে মাগুরা সদর উপজেলায় ভূমি ও গৃহহীন মানুষের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘরে বসবাস শুরু করেছেন সুফলভোগীরা। এতে হাসি ফুটেছে পরিবারগুলোর মুখে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রাকৃতিক মনোরম পরিবেশে এসব ঘর নিমার্ণ করা হয়েছে।
এক সময় এসব ভূমিহীন পরিবারগুলো খুব কষ্টে অন্যের জমিতে বসবাস করতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর পেয়ে সুফলভোগীদের স্বপ্ন পূরণ হয়েছে বলে জানায় তারা।
এসব বিষয়ে বুধবার (২৫ আগষ্ট) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা জানান, আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমি ও গৃহহীনদের জন্য খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে। যেখানে ১৫টি অসহায় পরিবার তাদের মাথা গোঁজার ঠাই পেয়েছে।