যশোরে জিংক ধান বাণিজ্যিকীকরণে এসএএওদের সচেতনা ও অনুপ্রেরণা কর্মশালা
মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ এগ্রিকালচারাল এডভাইজরী সোসাইটি (আস) ও হারভেষ্টপ্লাস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে অদ্য ২৩ ও ২৪শে আগষ্ট ২০২১ রোজ সোমবার ও মঙ্গলবার যশোর জেলার যশোর সদর ও বাঘারপাড়া উপজেলার উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে উপ-সহকারী কৃষি অফিসারদের (এসএএও) নিয়ে জিংক ধান বাণিজ্যিকীকরণে সচেতনতা ও অনুপ্রেরণা বৃদ্ধিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি ছিলেন ডিএই এর যশোর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন ও ডিএই এর বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানদ্বয়ে সভাপতিত্ব করেন ডিএই এর যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ মোঃ নূরুল্লহ ও ডিএই এর বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তরুণ রায়। অনুষ্ঠানদ্বয়ে বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ জাহিদ হোসেন, ডিভেশনাল কো-অডিনেটর, হারভেষ্টপ্লাস বাংলাদেশ এবং মোঃ রুহুল কুদ্দুস, প্রকল্প কর্মকতা, হারভেষ্টপ্লাস বাংলাদেশ।
যশোর সদর অনুষ্ঠানে ৩৬ জন এবং বাঘারপাড়ায় অনুষ্ঠানে ২০ জন উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।
জিংক ধান বাণিজ্যিকীকরণে উপ-সহকারী কৃষি অফিসারদের সচেতনা ও অনুপ্রেরণা বৃদ্ধিকরণ কর্মশালাদ্বয় সফল বাস্তবায়নে আস এর এরিয়া কোর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম ও সুব্রত কুমার ঘোষ নিরলস ভাবে কাজ করেন।