রাজনীতি
মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে এনডিপির অভিনন্দন
মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী দাতো সিরি ইসমাইল সাবরি বিন ইয়াকুবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা ।
রবিবার (২২ আগস্ট) প্রেরিত এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে বাংলাদেশের জনগণের এবং এনডিপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করি আপনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে মালয়েশিয়া তার কাঙ্খিত লক্ষ্যে আরও সমৃদ্ধ এবং অগ্রসর হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান ভ্রাতৃত্ব সুদৃঢ় হবে এবং সহযোগিতা অব্যাহত থাকবে। তারা নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ ও শান্তি এবং মালয়েশিয় জনগণের সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করেন।