দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বিষপানে গৃহবধুর আত্মহত্যা

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে স্বামী স্ত্রীর ঝগড়ার জেরে রােকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রবিবার(২২ আগস্ট) আধুনিক সদর হাসপাতাল তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল শনিবার সদর উপজেলার আউলিয়াপুর মাদারগঞ্জ গ্রামের সেলিম উদ্দিন ও স্ত্রী রােকেয়া বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সহ্য করতে না পেরে রােকেয়া বেগম বিষপান করে।

পরিবারের সদস্যরা জানতে পেয়ে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রবিবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button