দেশজুড়ে
বিরামপুরে থানার অভিযানে ১৫২ পিস ফেন্সিডিলসহ সাকিল গ্রেফতার


এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ২১ ই আগস্ট শনিবার রাত ৯ ঘটিকায় বিরামপুর থানার বিশেষ অভিযানে বিরামপুর থানাধীন ৪ নং দিওড় ইউপিস্থ কুচিয়ার মোড় কানজগাড়ী এলাকা থেক ১৫২ পিস বোতল ফেন্সিডিলসহ মোঃ সাকিল (২৩), পিতা- মোঃ সুন্দর মিয়া স্থায়ী : গ্রাম- খিয়ার মামুদপুর (কাটাগাড়ী) , উপজেলা/থানা- বিরামপুর, জেলা -দিনাজপুরকে হাতে নাতে গ্রেফতার করে এবং আসামি মোঃ মমিনুর ইসলাম চেন্টু কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-২৩ তারিখ ২২/০৮/২০২১ ইং ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(২)/২৫-ডি রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অভিযান পরিচালনা করেন অফিসার এসআই/এরশাদ মিয়া ও সঙ্গীয় অফিসার ফোর্স।