অর্থনীতি

শেয়ারবাজারে উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে আজকে প্রথম দেড় ঘণ্টায় বেড়েছে ৮৪ পয়েন্ট। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৬৯ পয়েন্ট।

ডিএসইতে বেলা সাড়ে ১১টা নাগাদ লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে এক হাজার ২৮ কোটি টাকার। হাতবদল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগেরই দর বেড়েছে। দেড় ঘণ্টায় ২৯৯টি কোম্পানির দর বেড়েছে, কমেছে মাত্র ৫৩টির দর, অপরিবর্তিত আছে ২৩টির দর। এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইএফআইসি, রিং শাইন, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড হাউজিং লিমিটেড, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও ম্যাকসন স্পিনিং।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইতে ডিএসইএক্স সূচক কমে ১১ পয়েন্ট। লেনদেন হয় ২ হাজার ২১৮ পয়েন্ট। অপর দিকে এ সময় পর্যন্ত সিএসইতে হাতবদল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে মাত্র ৩৯টির দর, অপরিবর্তিত আছে ১৯টির দর। দুই দিন সাপ্তাহিক ছুটি কাটিয়ে শেয়ারবাজার তার পুরনো রূপে ফিরে আসায় এবং লেনদেনে রমরমা ভাব বজায় থাকায় খুশি রয়েছে বিনিয়োগকারীরা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button